Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

অত্র উপজেলায়  বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ভিত্তিক কার্যক্রমের  তালিকা ও এর প্রভাব:

১। বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প।

ক্রমিক নং-

কার্যক্রম

সুফলভোগী

মন্তব্য / প্রভাব

০১|

বিকল্প আয়বর্ধন মূলক সহায়তা  (এআইজিএ)

নিবন্ধিত জেলে পরিবারের উপার্জনের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা জলমহালে পোনামাছ ধরা থেকে বিরত রয়েছে।

০২|

চাষী প্রশিক্ষণ

প্রশিক্ষিত মৎস্যচাষীদের মাছচাষের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

০৩

জাল বিনিময়

ক্ষতিকর জালের পরিবর্তে মৎস্য বান্ধব জাল বিনিময়ের ফলে জলমহালে মাছের মজুদ বৃদ্ধির অপার সম্ভাবনা সৃষ্ঠি হয়েছে।

০৪

অভয়াশ্রম স্থাপন

মা মাছের অবাধ বিচরণ ও  প্রজননের ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষ সুফলভোগীদের অধিক হারে মাছ প্রাপ্তি , আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও জীববৈচিত্র বৃদ্ধির এক উজ্জল সম্ভাবনা দেখা দিয়েছে।

০৫

মনোসেক্স তেলাপিয়ার প্রদর্শনী স্থাপন

ফলাফল প্রদর্শকসহ সংশ্লিষ্ট চাষীদের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে।

   


২। ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)।

ক্রমিক নং-

কার্যক্রম

সুফলভোগী

মন্তব্য

০১|

মনোসেক্স তেলাপিয়ার প্রদর্শনী স্থাপন

ফলাফল প্রদর্শকসহ সংশ্লিষ্ট চাষীদের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে।


০২

কার্প জাতীয় মাছের মিশ্রচাষ প্রদর্শনী স্থাপন।

০৬ জন(আরডি-১, এফএফ-৫)

ফলাফল প্রদর্শক সহ সংশ্লিষ্ট চাষীদের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে।


০৩

পাঙ্গাস মাছের প্রদর্শনী স্থাপন।

০৬ জন(আরডি-১, এফএফ-৫)

ফলাফল প্রদর্শক সহ সংশ্লিষ্ট চাষীদের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে।

০৪

প্রশিক্ষণ প্রদান

১৮ জন

প্রশিক্ষিত মৎস্যচাষীদের মাছ চাষের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।


৩। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প।

ক্রমিক নং-

কার্যক্রম

তালিকাভুক্ত ও বাদপড়া জেলের সংখ্যা

পরিচয়পত্র প্রাপ্ত জেলের সংখ্যা

প্রক্রিয়াধীন

মন্তব্য

০১

বাদপড়া জেলেদের নিবন্ধন ও ছবি তোলা 

৪৩৮৮ + ১৪=৪৪০২ জন

৩২৯২

১০৪৭

বাস্তবায়িত কার্যক্রমের ফলে প্রকৃত জেলেদের সঠিক সংখ্যা নিরুপিত হয়েছে যার মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে।