এক নজরে
সরাইল উপজেলাধীন
মৎস্য বিভাগীয় তথ্যাবলী
উপজেলা মৎস্য দপ্তর,
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
ভূমিকা : সরাইল উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার অর্ন্তগত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা, বৃটিশ আমলে এই অঞ্চল সরাইল পরগনা নামে পরিচিত ছিল। এর আয়তন ২১৫.২৭ বর্গ কিলোমিটার, এতে ০৯টি ইউনিয়ন ও ১৪১ টি গ্রাম আছে। উপজেলা টি জেলা শহর হতে প্রায় ১২কিলোমিটার উত্তরে অবস্থিত। এর উত্তরে নাসিরনগর , দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া সদর, পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং পশ্চিমে আশুগঞ্জ ও মেঘনা নদী । প্রধান নদী তিতাস ও মেঘনার একাংশ বিধৌত এই সরাইল উপজেলা । ২৬টি বিল , ০৮টি প্লাবনভূমি ও ২টি নদীর সমন্বয়ে সরাইল অপরুপ শোভামন্ডিত একটি উপজেলা । এ উপজেলার মোট জনসংখ্যা-৩,১৫,২০৮ জন (পুরুষঃ ১,৫২,৩৮৯জন + মহিলাঃ ১,৬২,৮১৯ জন) । উপজেলার বার্ষিক মৎস্য উৎপাদন ঃ ৬,৮৪১.৩৬ মেঃ টন,
বার্ষিক মৎস্য চাহিদা: ৫,৯৮২.৬৫ মেঃ টন(জনপ্রতি প্রতিদিন ৫৬ গ্রাম হারে),
বার্ষিক মৎস্য উৎপাদন উদ্বৃত্ত থাকে :৩৯৮.৫১ মেঃ টন।
উপজেলার সর্বমোট নিবন্ধিত মৎস্যজীবির সংখ্যা (জেলে) ৪,৩৮৮ জন ।
পুকুর/দীঘির তথ্যাদি:
** সরকারী পুকুরের তথ্যাদি :
* সরকারী পুকুরের সংখ্যা : ৭৪ টি।
* সরকারী পুকুরের আয়তন: ৪৮.০০ হেক্টর।
* মোট মৎস্য উৎপাদন: ১৯৫.০৩ মেঃ টন।
** বেসরকারী পুকুরের তথ্য:
* বেসরকারী পুকুরের সংখ্যা ঃ ১,৬৬৮ টি।
* বেসরকারী পুকুরের আয়তন ঃ ৫৮১.৫৬ হেঃ।
* মোট মৎস্য উৎপাদন ঃ ২,৫৬২.৭৫ মেঃ টন।
*** মোট পুকুরের তথ্যাদি:
*মোট পুকুরের সংখ্যা: ১,৭৪২ টি।
* মোট পুকুরের আয়তন: ৬২৯.৫৬ হেক্টর।
* মোট মৎস্য উৎপাদন: ২,৭৫৭.৭৮ মেঃ টন।
ব্যাক্তিমালিকানাধীন মৎস্য খামার:
* খামারের সংখ্যা: ০৪ টি।
* খামারের আয়তন: ১০.২৪ হেক্টর।
* মৎস্য উৎপাদন: ৫০.১১ মেঃ টন।
ধান ক্ষেতে মাছচাষ:
* সংখ্যা: ০৫ টি।
* আয়তন :০১.৬০ হেক্টর।
* মৎস্য উৎপাদন: ১.৬২ মেঃ টন।
* বদ্ধ জলাশয়ে মোট মৎস্য উৎপাদন ঃ ২,৮১৫.১২ মেঃ টন।
(পুকুরঃ ২,৭৫৭.৭৮+খামারঃ ৫০.১১+ধানক্ষেতঃ ১.৬২+বরোপিটঃ ৫.৬১)
প্রাকৃতিক জলাশয়ে মৎস্য আহরণ ঃ
* খাল:
* সংখ্যা: ০৫ টি।
* আয়তন :১১১.২০ হেক্টর।
* মৎস্য উৎপাদন :১৩৮.১২ মেঃ টন।
নদী:
* সংখ্যাঃ ০২ টি , * আয়তনঃ ৩,১৮৪.০০ হেক্টর।
* মৎস্য উৎপাদনঃ ১,১৭৫.১২ মেঃ টন।
বিলের তথ্যাদি:
* সংখ্যাঃ ২৬ টি , * আয়তনঃ ২৫৫.০০ হেক্টর।
* মৎস্য উৎপাদনঃ ৩০২.১৭ মেঃ টন।
প্লাবনভূমির তথ্যাদি:
* সংখ্যাঃ ০৮ টি, * আয়তনঃ ১২,৪০০.০০ হেক্টর।
* মৎস্য উৎপাদনঃ ২,৪১০.৮৩ মেঃ টন।
প্রাকৃতিক জলাশয় হতে মোট মৎস্য আহরণঃ ৪,০২৬.২৬ মেঃ টন।
(খালঃ ১৩৮.১২+ নদীঃ ১,১৭৫.১২ + বিলঃ ৩০২.১৭ + প্লাবনভূমিঃ ২,৪১০.৮৩)
সর্বমোট মোট মৎস্য উৎপাদন:
(বদ্ধ জলাশয়ঃ ২৮১৫.১২ + প্রাকৃতিক জলাশয়ঃ ৪০২৬.২৪)
= ৬,৮৪১.৩৬ মেঃ টন।
মৎস্যজীবীর সংখ্যাঃ ৪,৩৮৮ (চার হাজার তিনশত আটাশি) জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস